Friday, January 30, 2015

প্রাথমিক শিক্ষা বিষয়ক কিছু পরিভাষা - ১

১. শিক্ষাক্রমঃ শিক্ষাক্রম হলো শিক্ষা পরিকল্পনা; যা বাস্তবায়নের জন্য বিদ্যালয় কর্তৃক পরিকল্পিত ও পরিচালিত যাবতীয় শিখন-শেখানো কার্যাবলি যা বিদ্যালয়ের ভিতরে বা বাইরে দলগত বা এককভাবে সম্পন্ন করা হয়।

২. যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমঃ যে শিক্ষাক্রমে প্রাথমিক স্তরের শিক্ষা শেষে প্রত্যেক বিষয় ও শ্রেণির নির্ধারিত অর্জন উপযোগি যোগ্যতাগুলো ক্রমানুসারে অর্জন করার লক্ষ্যে বিন্যস্ত করা হয়েছে তাকে যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম বলে।
৩. শিখনক্রমঃ কোন একটি প্রান্তিক যোগ্যতা অর্জনের জন্য শ্রেণিভিত্তিক প্রারম্ভিক পর্যায় থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ঐ যোগ্যতার বিভাজিত অংশের ক্রমবিন্যাশকে শিখনক্রম বলে।
৪. আবশ্যকীয় শিখনক্রমঃ প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রণীত শিখনক্রম গুলোর মাধ্যমে শিশুরা তাদের জন্য নির্ধারিত যোগ্যতাগুলো অবশ্যই পুরাপুরিভাবে শিখবে বলে আশা করা যায়। এ কারণে এ শিখনক্রমগুলোকে আবশ্যকীয় শিখনক্রম বলে।
৫. যোগ্যতাঃ পঠনপাঠনের মধ্য দিয়ে কোন জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি পরিপূর্ণভাবে আয়ত্ব করার পর শিশু তার বাস্তব জীবনে প্রয়োজনের সময় কাজে লাগাতে পারলে সেই জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে যোগ্যতা বলে।
৬. শ্রেণি ভিত্তিক অর্জনউপযোগী যোগ্যতাঃ কোন শ্রেণিতে কোন্ কোন্ যোগ্যতা শিক্ষার্থীগণ কতটুকু অর্জন করবে- যোগ্যতার প্রকৃতি ও শিক্ষার্থীর সাধারন শিখন ক্ষমতা অনুসারে তা বিভাজন ও বিন্যস্ত করা হয়। এভাবে শ্রেণি অনুসারে যোগ্যতা সমূহের বিভাজন ও বিন্যাসকে শ্রেণি ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা বলে।
৭. প্রান্তিক যোগ্যতাঃ পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা যে চিহ্নিত অর্জনযোগ্য যোগ্যতাগুলো ( জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি) অর্জন করবে বলে নির্ধারিত রয়েছে, সে গুলোকে প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা বলে।
৮. বিষয় ভিত্তিক প্রান্তিক যোগ্যতাঃ ২৯টি প্রান্তিক যোগ্যতা থেকে সংশ্লিষ্ট বিষয়ের চাহিদা অনুযায়ী যোগ্যতার যে তালিকা প্রস্তুত করা হয়েছে, সে গুলোকে বিষয় ভিত্তিক প্রান্তিক যোগ্যতা বলে।
(চলবে)



Friday, January 9, 2015

সাব ক্লাস্টার ট্রেনিং - ডিসেম্বর,২০১৪

সাব ক্লাস্টার ট্রেনিং - ডিসেম্বর,২০১৪  এর বিষয়-ইংরেজি বিষয়ে পাঠদান।
বিস্তারিত দেখতে
এখানে ক্লিক করুন।

Tuesday, January 6, 2015

সদ্য জাতীয়করনকৃত বিদ্যালয়ের শিক্ষকদের বদলি


    সদ্য জাতীয়করনকৃত বিদ্যালয়ের শিক্ষকরা বদলি হতে পারবেন। সম্মানিত ভিজিটরদের সুবিধার্থে মহাপরিচালক মহাদয়ের স্বাক্ষরিত এ সম্পর্কিত আদেশটি  নিচে দেয়া হল।    সদ্য জাতীয়করনকৃত বিদ্যালয়ের শিক্ষকরা বদলি হতে পারবেন। সম্মানিত ভিজিটরদের সুবিধার্থে মহাপরিচালক মহাদয়ের স্বাক্ষরিত এ সম্পর্কিত আদেশটি  নিচে দেয়া হল।
বিশেষ দ্রষ্টব্যঃ এটি ইন্টারনেট থেকে সংগৃহীত, প্রাথমিক শিক্ষা বিষয়ক কোন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত নয়। 
(সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন) 


Sunday, January 4, 2015

২০১৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় ১৭ ডিসেম্বর ২০১৪ তারিখে ২০১৫ সালের জন্য প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুমোদন করেছে। প্রিন্ট করার জন্য নিচের লিংক থেকে সরাসরি ডাউনলোড করে নিন।


 

এখান থেকে সরাসরি ডাউনলোড করুন

বিষয়ভিত্তিক “শারীরিক শিক্ষা” প্রশিক্ষণ

সারা দেশে শুরু হচ্ছে বিষয়ভিত্তিক “শারীরিক শিক্ষা” প্রশিক্ষণ। আশা করা হচ্ছে ৫ জানুয়ারি ২০১৫ এই প্রশিক্ষণ শুরু হবে। তবে পরিস্থিতির আলোকে এই তারিখ পরিবর্ততন হতে পারে। সকলের সুবিধার্থে নিচে ট্রেনিং ম্যানুয়াল দেয়া হল।



দিb-1                                                                                                      Awa‡ekb-1

Awa‡ek‡bi wk‡ivbvg: D‡Øvab, cwiwPwZ, cÖvK-g~j¨vqb, cÖwk¶‡Yi D‡Ïk¨, wbqgvewj
f~wgKv: cÖwk¶‡Yi gva¨‡g cÖwk¶Yv_©x‡`i g‡a¨ mgq Dc‡hvMx `„wófw½ ˆZwi K‡i wPšÍv †PZbvi weKvk NUv‡bv m¤¢e| cÖ‡Z¨K cÖwk¶Yv_©xi e¨w³MZ Áv‡bi NvUwZ `~i K‡i `¶Zv e„w× wbwðZ Kivi Rb¨ cÖwk¶‡Yi cÖ‡qvRb nq| ZvB Ávb, `¶Zv I `„wófw½ cwieZ©‡bi Rb¨ cÖwk¶‡Yi weKí Avi wKQy n‡Z cv‡i bv|
cÖwk¶‡Yi cÖ_g w`b cÖwk¶Yv_©x‡`i g‡a¨ †ek wKQyUv RoZv j¶¨ Kiv hvq| †mRb¨ cÖwk¶Y Kvh©µg h_vh_ I myôzfv‡e cwiPvjbvi gva¨‡g Zuv‡`i RoZv `~i K‡i Avb›`Nb cwi‡ek m„wó Ki‡Z n‡e| †hb Zuviv cÖwk¶Y MÖn‡Y ¯^v”Q›` †eva K‡ib| cwiPq c‡e©B wb‡R‡`i  g‡a¨ fve wewbgq I nvm¨im m„wói gva¨‡g G Avb›`Nb cwi‡ek m„wó Kiv hvq| cÖwk¶Yv_©x‡`i wkLb AMÖMwZ Rvbvi Rb¨ welqwfwËK cÖvK-g~j¨vq‡bi ¸iæZ¡ Acwimxg| cÖwk¶‡Yi D‡Ïk¨ hw` cÖwk¶Yv_©x‡`i a¨vb aviYvi mv‡_ msMwZc~Y© nq, Z‡e Zuviv †m D‡Ïk¨ AR©‡bi Rb¨ ¯^fveZB m‡Pó n‡eb| GRb¨ cÖwk¶‡Yi D‡Ïk¨ wPwýZKiY I wbqgvewj cÖYq‡b cÖwk¶Yv_©x‡`i mnvqZv I mwµq f~wgKv ivLvi Rb¨ DØy× Ki‡Z n‡e|

wkLbdj : G Awa‡ek‡bi †k‡l cÖwk¶Yv_©xivÑ
·         cwiwPwZi gva¨‡g wb‡R‡`i RoZv KvwU‡q Avb›`Nb cwi‡ek m„wó Ki‡Z cvi‡eb|
·         cÖwk¶‡Yi D‡Ïk¨vewj wPwýZ Ki‡Z cvi‡eb|
·         cÖwk¶‡Yi wbqgvewj Rvb‡eb I ej‡Z cvi‡eb|

mgq :  90 wgwbU
wk¶v DcKiY :           †bBg KvW©, mvBb †cb, †cv÷vi †ccvi, wd¬c †ccvi, †nvqvBU †evW©, gvK©vi, cÖvK-g~j¨vqb cÖkœcÎ, D‡Ïk¨ I wbqgvewj †jLv PvU©, cykwcb, ¯‹P‡Uc|

wkLb †kLv‡bv c×wZ/†KŠkj : cÖ‡kœvËi, GKK KvR, `jxq KvR

Kvh©vewji we¯ÍvwiZ weeiY:
KvR-1 : cwiwPwZ                                                                                                       mgh : 20 wgwbU
·         AskMÖnYKvix‡`i msL¨v Abymv‡i †QvU †QvU KvW© (2Bw / 1BwÂ) ˆZwi Kiyb
·         AskMÖnYKvix‡`i msL¨vi 5 fv‡Mi GKfvM Kv‡W© dz‡ji bvg ( †hgb- Rev, kvcjv, †ewj, BZ¨vw`), Aci Pvi fv‡M  b`xi bvg, cvwLi bvg, †Ljvi bvg Ges d‡ji bvg wj‡L ivLyb
·         cÖwk¶Y K‡¶i †g‡S‡Z KvW©¸‡jv Qwo‡q w`b Ges mKj‡K GKwU K‡i KvW© wb‡Z ejyb
·         Kv‡W©i mv‡_ wgj K‡i cvPwU `j MVb Ki‡Z ejyb
·         jUvwii gva¨‡g cuvP `j‡K wb‡Pi Z_¨ †jLv cuvPwU KvW© weZiY Kiyb
§  Awfbq
§  `jMZ msMxZ
§  `jMZ Qov cvV
§  `jMZ †Ljv
§  gvBbi †MBg
·         cÖ‡Z¨K `j‡K cÖvß Kv‡W©i Z‡_¨i wfwˇZ msw¶ßfv‡e KvR cÖ`k©b Ki‡Z ejyb Ges c‡i bvg,c`ex I Kg©¯’j ej‡Z ejyb
·         mKj‡K Zv‡`i Kv‡Ri Rb¨ ab¨ev` w`b    


প্রাথমিকে নেওয়া হবে ২৫ হাজার শিক্ষক

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পুরুষ প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর নারী প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২০১৫ সালের ১২ জানুয়ারি তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
পরীক্ষা পদ্ধতি
পরীক্ষায় মোট নম্বর ১০০। প্রথম ধাপে নেওয়া হয় ৮০ নম্বরের লিখিত পরীক্ষা। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা হয়। প্রশ্ন করা হয় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে। দ্বিতীয় ধাপে ২০ নম্বরের ভাইভা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পায়। ড. এ এম পারভেজ রহিম জানান, মানবণ্টনে কোনো পরিবর্তন না এলেও এবার আসছে কিছু পরিবর্তন। আগে সাধারণত মাধ্যমিক পর্যায় পর্যন্ত প্রশ্ন করা হলেও এবার লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেও। এবারই প্রথম প্রশ্ন হবে জেলাভিত্তিক; প্রশ্ন এক হলেও একটি জেলার প্রশ্ন ও উত্তরের ক্রমিকের সঙ্গে অন্য জেলার মিল থাকবে না। ভাইভায় ৫ নম্বর থাকবে এক্সট্রা কারিকুলাম (অভিনয়, আবৃত্তি, নাচ ও গান) থেকে।
গতবারের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ জুয়েল মাহমুদ জানান, সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে ২০টি করে প্রশ্ন থাকে। সময় ৮০ মিনিট। প্রশ্নের ধরনে খুব একটা পরিবর্তন আনা হয় না। বিগত বছরের প্রশ্ন দেখলে প্রস্তুতিতে সহায়ক হয়।
- See more at: http://www.kalerkantho.com/feature/a2z/2014/12/15/163125#sthash.ION2ligW.dpuf