Sunday, January 4, 2015

প্রাথমিকে নেওয়া হবে ২৫ হাজার শিক্ষক

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পুরুষ প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর নারী প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২০১৫ সালের ১২ জানুয়ারি তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
পরীক্ষা পদ্ধতি
পরীক্ষায় মোট নম্বর ১০০। প্রথম ধাপে নেওয়া হয় ৮০ নম্বরের লিখিত পরীক্ষা। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা হয়। প্রশ্ন করা হয় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে। দ্বিতীয় ধাপে ২০ নম্বরের ভাইভা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পায়। ড. এ এম পারভেজ রহিম জানান, মানবণ্টনে কোনো পরিবর্তন না এলেও এবার আসছে কিছু পরিবর্তন। আগে সাধারণত মাধ্যমিক পর্যায় পর্যন্ত প্রশ্ন করা হলেও এবার লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেও। এবারই প্রথম প্রশ্ন হবে জেলাভিত্তিক; প্রশ্ন এক হলেও একটি জেলার প্রশ্ন ও উত্তরের ক্রমিকের সঙ্গে অন্য জেলার মিল থাকবে না। ভাইভায় ৫ নম্বর থাকবে এক্সট্রা কারিকুলাম (অভিনয়, আবৃত্তি, নাচ ও গান) থেকে।
গতবারের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ জুয়েল মাহমুদ জানান, সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে ২০টি করে প্রশ্ন থাকে। সময় ৮০ মিনিট। প্রশ্নের ধরনে খুব একটা পরিবর্তন আনা হয় না। বিগত বছরের প্রশ্ন দেখলে প্রস্তুতিতে সহায়ক হয়।
- See more at: http://www.kalerkantho.com/feature/a2z/2014/12/15/163125#sthash.ION2ligW.dpuf

No comments:

Post a Comment